ভারতে দশ লাখে প্রবেশ করল করোনা আক্রান্তের সংখ্যা

ভারতে (India)করোনা ভাইরাস (corona virus)আক্রান্তের সংখ্যা দশ লাখের দোরগোড়ায় পৌঁছল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, বুধবার পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯,৬৮,৮৭৬। মোট মৃত্যু হয়েছে ২৪,৯১৫। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩২,৬৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৬০৬ জনের। সুস্থ হয়েছেন ৬,১২,৮১৪ জন রোগী। চিকিৎসাধীন রয়েছেন ৩,৩১,১৪৬ জন করোনা আক্রান্ত। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২০,৭৮৩ জন। ভারতে সুস্থের হার ৬৩.২৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় সবথেকে বেশি আক্রান্ত হয়েছে কর্ণাটকে। এখানে আক্রান্ত হয়েছেন ৩১৭৬ জন। 

স্বাস্থ্য দফতরের খবর, ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে। বুধবার পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২,৭৫,৬৪০। মৃত্যুর সংখ্যা ১,০৯,২৭৮। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে আক্রান্তের সংখ্যা ১,৫১,৮২০ এবং মৃত্যুর সংখ্যা ২১৬৭। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১,১৬,৯৯৩ এবং মৃতের সংখ্যা ৩৪৮৭। 

বিশ্বে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে আমেরিকায়। আমেরিকায় একদিনে ৭০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ১৫ হাজার ৯৯১ জন। মোট মৃত্যু হয়েছে ১৪ লক্ষ ১০৫ জনের। আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। ব্রাজিলে মোট করোনা আক্রান্ত ১৯ লক্ষ ৭০ হাজার ৯০৯ জন এবং মৃত্যু হয়েছে ৭৫ হাজার ৫২৩ জনের। ব্রাজিলের পরেই বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.