মধ্যরাতেই দ্বিখন্ডিত হতে চলেছে ভূস্বর্গ৷ বৃহস্পতিবার থেকে যাত্রা শুরু হবে নতুন দুই কেন্দ্রশাসিত অঞ্চলের৷ বুধবার লাদাখের নব নিযুক্ত লেফটেনেন্ট গভর্নরের পরামর্শদাতা হিসেবে আইএএস অফিসার উমঙ্গ নারুলাকে নিয়োগ করা হল৷ লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ প্রধান হিসেবে আইজি এসএস খান্ডারকে নিয়োগ করা হয়েছে৷
জন্মু-কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু৷ লাদাখের লেফটেনেন্ট গভর্নর রাধাকৃষ্ণ মাথুর৷ বৃহস্পতিবার সকালে জন্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি গীতা মিত্তল প্রথমে রাধাকৃষ্ণ মাথুরকে শপথবাক্য পাঠ করাবেন৷ তারপর শ্রীনগরে গিয়ে শপথবাক্য পাঠ করাবেন গিরিশচন্দ্র মুর্মুকে৷
এদিকে, গোয়েন্দা রিপোর্ট এসেছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যেই কাশ্মীর ও ভারতের অন্য প্রান্তেও জঙ্গি হামলা হতে পারে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লিতেও। কাশ্মীরে ৩৭০ নং ধারা প্রত্যাহার করার পর থেকে লাগাতার চলছে সেখানে অচলাবস্থা।
কাশ্মীরে ৩৭০ নং ধারা প্রত্যাহার করার পর থেকেই লাগাতার চলছে অচলাবস্থা সেখানে। প্রাথমিকভাবে সরকার কার্ফু জারি করেছিল৷ বন্ধ করেছিল ইন্টারনেট পরিষেবা। কিন্তু এখনও স্বাভাবিকতায় ফিরছে না কাশ্মীর। স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি নগণ্য। দোকানপাট সকালে ২ ঘন্টার জন্য খুলে বন্ধ করে দেওয়া হয়। এরমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে আচমকা জঙ্গি হামলা। মঙ্গলবার কাশ্মীরের কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন বাঙালি পাঁচ শ্রমিক৷
উল্লেখ্য, জম্মু কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আইন করে অগাষ্ট মাসে তুলে দেওয়া হয়েছে সংবিধানের ৩৭০ ধারা। ফলে ‘বিশেষ মর্যাদা’ হারিয়েছে জম্মু কাশ্মীর। বৃহস্পতিবার থেকে উপত্যকায় থাকবে আর না আলাদা সংবিধান, আলাদা পতাকা।