সফলভাবে পরীক্ষিত হল শর্ট রেঞ্জের মিসাইল। এই মিসাইল ভারতীয় নৌসেনার সঙ্গে থাকায়, আরও শক্তিশালী হল ভারতীয় নৌসেনা। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ১৫ কিমির মধ্যে থাকা যে কোনো নিশানাকেই অতি সহজে ধুলোয় মিশিয়ে দেওয়া যাবে। সমুদ্র উপকূলের কাছাকাছি থাকা শত্রুপক্ষ এর আক্রমণ ঠেলে বাঁচতে পারবে না।
এই মিসাইল পরীক্ষা হয়েছে ওড়িশা উপকূলে চাঁদিপুরে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে। পরীক্ষায় দেখা গেছে, এই মিসাইল সমস্ত অংশ সফলভাবে বিনা সমস্যায় কাজ করেছে। এই পরীক্ষা পরিচালিত হয়েছে ডিআরডিও এবং নৌবাহিনীর পদস্থ আধিকারিকদের তত্ত্বাবধানে।
উল্লেখ্য, এটা যদিও এটাই এই মিসাইলের প্রথম ট্রায়াল নয়, এর আগেও এই মিসাইলের ট্রায়াল সম্পন্ন হয়েছে। এটি হয়েছিল চলতি বছরেই ফেব্রিয়ারি মাসের ২২ তারিখে। বছরের শেষে হওয়া এই ট্রায়ালে সবকিছুই সফলভাবে সম্পন্ন হওয়ায় ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।