পূর্ণরাজ্য গঠনের ৫৮ বছর পর প্রথম নাগাল্যান্ড বিধানসভায় ভারতের জাতীয় সংগীত

পূর্ণরাজ্যের স্বীকৃতি পাওয়ার ৫৮ বছর পর ইতিহাস রচনা করে প্ৰথমবারের মতো নাগাল্যান্ড বিধানসভায় গাওয়া হলো ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন অধিনায়ক…’। নাগাল্যান্ড বিধানসভায় চলতি বছরের ১২ ফেব্ৰুয়ারি ত্রয়োদশ বিধানসভার সপ্তম অধিবেশনে রাজ্যপাল আরএন রবির উপস্থিতিতে নতুন ইতিহাস রচনা করে সকলে গেয়েছেন জাতীয় সংগীত।

উল্লেখ্য, ১৯৬৩ সালের ১ ডিসেম্বর অসম থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক পূর্ণরাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল খ্রিষ্টান অধ্যুষিত নাগাল্যান্ড। এর পর ১৯৬৪ সালে রাজ্য বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজধানী কোহিমায় বিধানসভার প্রথম অধিবেশন হয় ওই বছরের ১১ ফেব্রুয়ারি থেকে। দীর্ঘ ৫৮ বছর পর এবারই চলতি বছরের (২০২১) ১২ ফেব্ৰুয়ারি প্ৰথমবারের মতো নাগাল্যান্ড বিধানসভার অধিবেশনে জাতীয় সংগীত পরিবেশিত হয়। রাজ্যপাল আরএন রবির ভাষণের আগে এবং পর জাতীয় সংগীত গেয়েছেন অধিবেশনে উপস্থিতরা। সোশাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হলে খবরটি জনসমক্ষে আসে।

সুরক্ষা বিষয়ক বিশ্লেষক নিতিন এ গোখলে তাঁর এক ট্যুইট-ভিডিওয় নাগাল্যান্ড বিধানসভার অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সংগীত পরিবেশনের খবর দিয়েছেন। এ ব্যাপারে বিধানসভার সচিব ড. পিজে অ্যান্টনির কাছে জানতে চাইলে কী কারণে নাগাল্যান্ড বিধানসভায় এতদিন জাতীয় সংগীত পরিবেশন করা হয়নি সে সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞাত বলে জানান। বর্তমান বিধায়কদের বিধানসভায় জাতীয় সংগীত পরিবেশন করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অ্যান্টনি।

এদিকে নাগাল্যান্ডের ক্যাবিনেট মন্ত্ৰী তথা বিজেপির প্রদেশ সভাপতি টেমজেন ইমনাই রাজ্যের বিধানসভায় জাতীয় সংগীত পরিবেশনকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, তিন বছর আগে ২০১৮ সালের ২৩ মাৰ্চ ত্ৰিপুরা বিধানসভায়ও প্ৰথমবারের মতো জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছিল। ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী বিপ্লবকুমার দেবের নেতৃত্বে বিজেপি জোট সরকার গঠন হওয়ার পর বিধানসভায় জাতীয় সংগীত পরিবেশন করার পরম্পরা সূচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.