গণেশ মন্দিরের নাম অনুসারে নিউইয়র্কের কুইন্স কাউন্টির ফ্লাশিংয়ের রাস্তার নামকরণ করা হল গণেশ টেম্পল স্ট্রিট। ধুপ ধুনো জ্বেলে গায়ত্রী মন্ত্রপাঠ সহযোগে পুজো করে রাস্তার নতুন নামের উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠান ঘিরে সাত সাগর পারে নিয়ইয়র্ক হয়ে উঠল এক টুকরো ভারত।
১৯৭৭ সালে নিউইয়র্কে প্রতিষ্ঠিত হয় শ্রী মহাবল্লভ গনপতি দেবস্থানম। স্থানীয়দের কাছে যা গণেশ মন্দির নামেই পরিচিত। উত্তর আমেরিকার প্রথম এবং প্রাচীনতম হিন্দু মন্দির হিসেবেই ধরা হয় এই মন্দিরটিকে। ধর্মীয় স্বাধীনতা এবং দাসত্ব বিরোধী আন্দোলনের নেতা আমেরিকান অগ্রদূত জন বাউনের নামানূসারে মন্দিরের সামনের রাস্তাটির নামকরণ করা হয় বাউন স্ট্রিট। একই সঙ্গে ওই রাস্তাটির সহনাম হিসেবে গনেশ টেম্পেল স্ট্রীট নামটি রাখা হয়েছে।
রীতিমতো হিন্দু মতে পুজো পাঠ করে তবেই উদ্বোধন করা হয় রাস্তার নতুন নাম। ধূপ, ধুনো এবং গায়ত্রী মন্ত্র সহযোগে পূজাপাঠ সারেন পুরোহিতেরা। স্বভাবতই, বিদেশে এক টুকরো ভারতের ছোঁয়া পেয়ে যারপরনাই খুশি সেদেশের প্রবাসী ভারতীয়রা। এই হিন্দু মন্দিরের নামে নিউইয়র্কের রাস্তার নামকরণ যে সেদেশের হিন্দুদের কাছে একটা বড় পাওনা, এমনটাই দাবি তাঁদের।
রাস্তার নতুন নাম উদ্বোধনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কের ভারতীয় কনসাল জেনারেল রনধীর জয়সওয়াল, কুউন্স বরো প্রেসিডেন্ট ডোভান রিচার্ড, ডেপুটি কমিশনার ফর ট্রেড, ইনভেস্টমেন্ট, ইনোভেশন মেয়র এরিক অ্যাডামস, দিলীপ চৌহান। এছাড়াও উপস্থিত ছিলেন আমেরিকা নিবাসী ভারতীয়রা।