পশ্চিমবঙ্গের খামখেয়ালি দ্বিতীয় লকডাউনের জেরে অনেকে কাজ হারিয়েছে। এবার সেই অবসাদে আত্মঘাতী হলেন ডোমজুরের পরিযায়ী শ্রমিক। এদিন দুপুর আড়াইটা নাগাদ তিনি হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়েছেন।
উল্লেখ্য, রেল পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছয় এবং মৃতদেহ উদ্ধার করেন। রেল পুলিস দেহ তল্লাশি করে তার আধার কার্ড পায়, সেখানে তাঁর নাম এবং পরিচয় জানা যায়। ওই শ্রমিকের নাম রাজেশ গঙ্গোপাধ্যায়, ডোমজুরের দফরপুরের বাসিন্দা তিনি। পুলিশ সঙ্গে সঙ্গেই সেই মৃত্যুর খবর দেয় তাঁর পরিবারকে।
পরিবার সূত্রে খবর, রাজেশ গঙ্গোপাধ্যায় মুম্বইয়ের স্বর্ণ শিল্পের কারিগর ছিলেন। লকডাউনে কাজ হারিয়ে বঙ্গে ফিরে এসেছিলেন, কিন্তু এখানেও সেভাবে কোনও কাজ পাচ্ছিলেন না। এরপর রাজেশের মা কল্পনা গঙ্গোপাধ্যায় জানান, তিনি হুগলির কালীপুরে বাপের বাড়িতে থাকতেন। ছেলে রাজেশ আসা যাওয়া করত মাঝেমধ্যেই, কিন্তু ওর মাথার ঠিক ছিলনা। মুম্বই থেকে এসে কাজ পাচ্ছিল না, তাই বউ ছোট্ট সন্তানকে নিয়ে চলে যায় আগেই। সংসারের অনটন মেটাতে তিনি পরের বাড়ি কাজ করতেন। এসব দেখে আরও হতাশ হয়ে পড়ে রাজেশ।
2021-07-03