ভারতের মানচিত্রকে ‘বিকৃত’ করা হল টুইটারে। এই ইস্যুকে কেন্দ্র করে উত্তরপ্রদেশ পুলিশ আটক করলো টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মণীশ মাহেশ্বরীকে। এ বিষয়ে বজরং দলের এক নেতা জানান, টুইটারে এক বিকৃত মানচিত্র প্রকাশ করা হয়েছে ভারতের। এই অভিযোগে এফআইআর দায়ের করার পর উত্তরপ্রদেশ পুলিশ টুইটার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টরকে আটক করে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কেন্দ্র আগের তুলনায় অনেক বেশি কঠোর হয়েছে। ইতিমধ্যেই লাগু করা হয়েছে নয়া ডিজিটাল আইন। এই আইনের বিরুদ্ধে যায় টুইটার। এই পুরো বিষয়টিকে নিয়ে অনেক জলঘোলা হয়। শেষ অবধি সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়ায়। কিন্তু সুপ্রিম কোর্টের রায় শেষ অবধি টুইটারের বিপক্ষে যায়। এরপর থেকেই কেন্দ্র ও টুইটারের সংঘাত লেগেই আছে। এবারে টুইটারের আওতায় ‘টুইপ লাইফ’ এর এক বিভাগে ভারতের এক মানচিত্র দেখা যায়। সেই মানচিত্রে ভারতের বাইরে দেখানো হয়েছে লাদাখ ও কাশ্মীরকে। অর্থাৎ আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে।
টুইটারের এমন ছবি প্রকাশ পাওয়ার পরেই নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে। এরপর চাপে পড়ে বাধ্য হয়ে সোমবার ওই মানচিত্রের ছবি সরিয়ে নেয় টুইটার। কিন্তু এফআইআর অভিযোগের ভিত্তিতে উত্তরপ্রদেশ পুলিশ আটক করে টুইটার ইন্ডিয়ার এমডি-কে।
2021-06-29