চিকিৎসায় আর সাড়া দিলেন! দীর্ঘ দিন অসুস্থ থাকার পর প্রয়াত হলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রাজ্যপাল লালজি ট্যান্ডন। মঙ্গলবার সকাল ৫.৩৫ মিনিট নাগাদ লখনউয়ের মেদান্তা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন লালজি ট্যান্ডন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার সকালে এই দুঃসংবাদ জানিয়েছেন লালজি ট্যান্ডনের ছেলে আশুতোষ ট্যান্ডন। টুইট করে আশুতোষ লেখেন, ‘বাবা আর নেই’।
প্রায় দেড় মাস ধরে মেদান্তা হাসপাতালে চিকিৎসা চলছিল মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনের। কিডনি ও লিভারের সমস্যার পর তাঁকে মেদান্তা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মেদান্তা হাসপাতাল সূত্রের খবর, শ্বাসকষ্ট, জ্বর এবং প্রস্রাবের সমস্যার কারণে গত ১১ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লালজি ট্যান্ডন। মঙ্গলবার সকাল ৫.৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। চিরকালের জন্য বিদায় নিয়েছেন লালজি ট্যান্ডন।
মধ্যপ্রদেশের ২২ তম রাজ্যপাল ছিলেন লালজি ট্যান্ডন। সম্প্রতি মধ্যপ্রদেশের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে আনন্দীবেন প্যাটেলকে। উত্তর প্রদেশ বিধান পরিষদের সদস্য ছিলেন লালজি ট্যান্ডন। ১৯৯৬-২০০৯ সাল পর্যন্ত বিধায়ক ছিলেন তিনি, উত্তর প্রদেশের মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন প্রবীণ বিজেপি নেতা লালজি ট্যান্ডন। তিনি সাংসদও ছিলেন।
লালজি ট্যান্ডনের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি
মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনের প্রয়াণে শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, শ্রী লালজি ট্যান্ডনের প্রয়াণে একজন কিংবদন্তী নেতাকে আমরা হারালাম। তাঁর প্রয়াণে আমি শোকস্তব্ধ। পরিবারকে গভীর সমবেদনা।
প্রধানমন্ত্রীর শোকবার্তা
মধ্যপ্রদেশের রাজ্যপাল, প্রবীণ বিজেপি নেতা লালজি ট্যান্ডনের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কঠোর পরিশ্রমী লালজি ট্যান্ডনের প্রয়াণে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন, সমাজসেবায় নিরলস প্রচেষ্টার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন লালজি ট্যান্ডন। জনকল্যাণকেই সর্বদা গুরুত্ব দিয়েছিলেন তিনি।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকবিহ্বল
লালজি ট্যান্ডনের প্রয়াণে যোগী আদিত্যনাথের শোকবার্তা, লালজি ট্যান্ডনের প্রয়াণে জনপ্রিয় নেতা, যোগ্য প্রশাসক এবং প্রখর সমাজসেবীকে হারাল দেশ। তিনি লখনউয়ের প্রাণ ছিলেন। ৩ দিন রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেছেন যোগী।