প্রয়াত বলবীর সিং সিনিয়র : শোকস্তব্ধ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী

হকি ‘আইকনবলবীর সিং (Balbir Singh) সিনিয়রের প্রয়াণে শোকস্তব্ধপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও (Amit Shah)। সোমবার টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ক্রীড়া পারফরম্যান্সের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন পদ্মশ্রী বলবীর সিং জি। প্রচুর গর্ব এবং সম্মান অর্জন করেছিলেন তিনি। নিঃসন্দেহে একজন অসাধারণ হকি খেলোয়াড়, তিনি একজন ভালো মেন্টরও ছিলেন। তাঁর প্রয়াণে ব্যথিত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা।’


হকি লেজেন্ড বলবীর সিং সিনিয়রের সঙ্গে সাক্ষাতের ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) টুইটারে লিখেছেন, ‘পদ্মশ্রী বলবীর সিং সিনিয়রজির প্রয়াণে ব্যথিত, একজন অসাধারণ হকি খেলোয়াড়, যিনি হকি স্টিকের মাধ্যমে বিশ্ব হকিতে ছাপ রেখেছিলেন। অলিম্পিকে তিন-বারের স্বর্ণ পদক জয়ী বলবীরজির সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল আমার। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।’
দীর্ঘ রোগভোগের পর সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হকি আইকন, অলিম্পিকে তিন-বারের স্বর্ণ পদক জয়ী বলবীর সিং সিনিয়র। সোমবার সকালে মোহালির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হকি লেজেন্ড বলবীর সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বিগত দু’সপ্তাহ ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বলবীর সিং, চলতি মাসেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মোহালির বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফলে করে, সোমবার সকাল ৬.১৭ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর। মেয়ে সুশবীর ভোমিয়া এবং নাতি কবির সিংয়ের সঙ্গে চন্ডীগড়ের সেক্টর ৩৬ বাসভবনে থাকতেন বলবীর সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.