ফাঁসির পথ আরও প্রশস্ত হল, শেষ চেষ্টাও ব্যর্থ| সুপ্রিম কোর্টে (Supreme Court) খারিজ হয়ে গেল দিল্লি গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত পবন গুপ্তার (Pawan Gupta) কিউরেটিভ পিটিশন (রায় সংশোধনের আর্জি)| ঘটনার সময় নাবালক ছিল বলে সুপ্রিম কোর্টে দাবি করেছিল পবন| বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| অপরদিকে, পবন গুপ্তা এবং নির্ভয়া মামলায় অপর একজন অপরাধী অক্ষয় ঠাকুরের প্রাণভিক্ষার দ্বিতীয় আর্জি গ্রহণই করেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| ৫ মার্চের মৃত্যু পরোয়ানা অনুযায়ী, শুক্রবার (২০ মার্চ) সকাল ৫.৩০ মিনিট নাগাদ দিল্লি গণধর্ষণ মামলার ৪ জন অপরাধীর ফাঁসি হওয়ার কথা|দিল্লি হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট-একাধিক আবেদনে নিজেকে ঘটনার সময় নাবালক দাবি করেছিল পবন গুপ্তা (Pawan Gupta) | কিন্তু, বৃহস্পতিবার পবনের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামানার (NV Ramana) নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ| এমনকি মৌখিক শুনানিতেও রাজি হননি বিচারপতিরা| বিচারপতিরা কিউরেটিভ পিটিশন খারিজ করে জানিয়েছেন, ‘মৌখিক শুনানির আবেদন খারিজ করা হল| আমরা রায় সংশোধনের আর্জি এবং সেই সংক্রান্ত নথি খতিয়ে দেখেছি| তাই এই আবেদন খারিজ করা হল|’
খুশি নির্ভয়ার মা আশা দেবী পবনের রায় সংশোধনের আর্জি খারিজ হওয়ায় খুশি প্রকাশ করে আশা দেবী বলেছেন, আদালত অপরাধীদের অনেক সুযোগ দিয়েছে, তাই বারবার আবেদন করে ফাঁসির দিন পিছিয়ে দেওয়া, তাদের অভ্যাসে পরিণত হয়েছে| এখন, আমাদের আদালত তাদের কৌশল সম্পর্কে সচেতন| শুক্রবার ন্যায়বিচার পাবে নির্ভয়া (Nirvoya)|