শিখদের জন্য আলাদা খালিস্তানের স্বপ্নের ফানুস ক্রমশ চুপসে যাচ্ছে এবং তালিবানের লাঠিপেটা খেয়ে বাপ বাপ করে পালানো খালসা এইড নাম শিখ জঙ্গিবাদের সমর্থকদের এবার বোধহয় বোধোদয় হচ্ছে।
মন্মিত সিং ভুল্লার ফাউন্ডেশন, খালসা এইড কানাডা এবং কানাডা স্থিত ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন এক যুগ্ম বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডিয়াউকে তালিবানের দ্বারা অত্যাচারিত শিখ ও হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা করতে বললো।
উলেখ্য, এই সংগঠনগুলো ভারতে কৃষক আন্দোলনের নাম করে শিখ বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিছিলো মাস কয়েক আগে, কিন্তু তালিবানের উত্থানের পর ভোল বদলে ফেললো।
ওই সংগঠনগুলো আরো বলে যে শিখ ও হিন্দুরা যারা কাবুলের গুরদ্বারা শ্রী গুরু হার রাই সাহীব এর বোমা বিস্ফোরণের পর ভারতে চলে যায়, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা হয় নি।
মে মাসের 20 তারিখ, ভারত সরকার পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের অমুসলিম শরণার্থীদের ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে বলেছে।
মনমীত সিং ভুল্লার ফাউন্ডেশনের কর্মকর্তা তারজিন্দর ভুল্লার বলেন এখনই সময় আফগান শিখ এবং হিন্দুদের ভারতে নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা, কারণ এদের সমূহ বিপদ। অন্যথায় তারা সবাই তালিবানের হাতে খুন হবে।
জুলাইয়ের ২২ তারিখ ৬০ জন শিখ এবং হিন্দু পরিবারের লোকজন আফগানিস্তানের জালালাবাদ থেকে ভারতে পালিয়ে আসে। এখন সুর পাল্টালেও এই ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন ২০২০ সালের দিল্লী দাঙ্গার জন্য হিন্দুদের দোষারোপ করে ও ভারত সরকারের সমালোচনা করে । আই এস আই এবং আফগান তালিবান যে তাদের টাকা দিয়ে ভারত বিরোধী কাজে উস্কে দিয়ে তাদের তালিবানের হাতে মরার জন্য শিখদের বলির পাঁঠা করেছে এই বোধোদয় হতে দেরি হলেও তো হলো এবং এটা CAA সমর্থকদের জন্য শুভ সংকেত বলা চলে।