একটি বালি বোঝাই ট্রাক পেরিয়ে যাচ্ছিল চন্দননগর এলাকার মধ্যে দিয়েই। সেই সময়েই হঠাৎ ধস নামতে দেখা যায় এলাকায়। পুরসভার তরফে শুরু হয় ধস মেরামতির কাজ। এরই মাঝে পুনরুদ্ধার হল ফরাসি আমলের সুড়ঙ্গ। খবর প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সুড়ঙ্গটি আনুমানিক ১৭৬৩-৬৬ সালের। ওই সময়ে চন্দননগরের নীচে ফরাসিদের তরফে মূলত নর্মদা তৈরির ব্যবস্থা করা হয়। নিঃসন্দেহে নর্মদাগুলি চন্দননগরের অন্যতম স্থাপত্য। এদিকে, ধস মেরামতি করার কাজ শুরু করতেই প্রকাশ্যে এলো সেই আমলের নিকাশি ব্যবস্থা।
ঘটনাটি ঘটে বুধাবারে। ওইদিন ধস নামে চন্দননগর জোড়াঘাট অঞ্চল এবং কানাইলালের মূর্তির সামনে। এই মূর্তির সামনের এলাকা দিয়ে ট্রাকটি যাওয়ার সময়ে ধস নামে। এই ধস প্রথমে ছোট গর্তের আকার নিয়ে থাকলেও, পরে প্রায় ৫ ফুটের আকার ধারণ করে। এই অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা পুরসভায় খবর দিলে, বেরিয়ে আসে ফরাসিদের তৈরি নিকাশি ব্যবস্থা।