সারা ভারত জুড়ে মন্দির অপবিত্রকরণ ও মূর্তি ভাঙার ঘটনা বেড়েই চলেছে। অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুতে এই ধরণের ঘটনা বিরামহীন ভাবে চলছে। এবারকার ঘটনাটি ঘটেছে পশ্চিম উত্তরপ্রদেশের সম্ভল জেলার গুন্নাওর শহরের মহল্লা সারাইতে।
মন্দিরের মোহন্ত নির্মল দাস জানান যে এই নিয়ে গত দেড় বছরে তিন বার আক্রমণ হলো এই মন্দিরে।
স্থানীয় হিন্দুদের বক্তব্য খুব সম্ভবত স্থানীয় মসজিদ থেকেই গোপনে হামলা চালানো হচ্ছে, যদিও এর আগে পুলিশ তদন্ত করেও এই অভিযোগের কোনো সঠিক প্রমান পায়নি।
তবে স্থানীয় হিন্দুদের চাপে এবার সম্ভবত পুলিশ পোস্টিং বসানো হবে মন্দিরে। স্থানীয় হিন্দুরা ঠিকও করেছেন যে নিজস্ব বাহিনী তৈরী করে সারা দিন পালা করে মন্দির পাহারা দেওয়া হবে।