করোনায় জেরবার অবস্থা জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir)। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।এমন পরিস্থিতিতে ৫ আগস্ট পর্যন্ত লকডাউন সম্প্রসারণ করার ঘোষণা করল প্রশাসন। এর আগে প্রশাসনের তরফ থেকে ৩১ জুলাই পর্যন্ত লকডাউন বজায় রাখার ঘোষণা করেছিল।সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে এবার লকডাউনের পরিধি বাড়িয়ে ৫ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
উল্লেখ করা যেতে পারে, কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে নতুন করে এই মহামারীতে আক্রান্ত হয়েছে ৬১৩। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৯৭২। প্রশাসনের একাধিক সদর্থক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যার ফলে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক কর্তাদের কপালে।