বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ইতিমধ্যেই দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলি ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কুয়েত সহ অন্যান্য দেশগুলি ভারতীয় পণ্য সামগ্রী বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়া দেখা গিয়েছে, কুয়েতের সুপার মার্কেটের কর্তৃপক্ষ ভারতীয় জিনিসপত্র সরিয়ে ফেলতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে সাফ দেখা গিয়েছিল, তারা ভারতীয় কোন পণ্য তাদের মার্কেটে রাখবে না। এমন আবহে সামনে এল নতুন এক তথ্য।
যেখানে ইসলামিক দেশগুলি ভারতীয় পণ্য বয়কট করার ডাক দিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ইসলামিক দেশগুলির অগ্রগতির জন্য ভারত যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। পরিসংখ্যানে দেখা গিয়েছে, ওই সকল দেশগুলি ভারতের ওপর বহুভাবে নির্ভরশীল খাদ্য এবং ফলের জন্য। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা চলাকালীন সময় ভারত সরকার খাদ্য সামগ্রী ছাড়াও আরও অন্যান্য জিনিসপত্র ইসলামিক দেশগুলিতে পাঠাতে বড় ভূমিকা নিয়েছিল। অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল ভারত। শাকসবজি থেকে শুরু করে ফল, গম ইত্যাদি খাদ্য সামগ্রী ভারত ওই সমস্ত ইসলামিক দেশগুলোতে পাঠিয়েছিল।
এই প্রসঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান জানাচ্ছে, ভারত বিগত দুই বছর ধরে ইরানকে পাঠিয়েছে ২৪ শতাংশ চা, ২১ শতাংশ অন্যান্য জিনিস পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী দেশটিকে। এছাড়াও দুগ্ধজাত দ্রব্য প্রায় ১৫ শতাংশ পাঠানো হয়েছে আরবে। অন্যদিকে, মাছ-মাংস, ফল আরও অন্যান্য খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে সৌদি আরব, কুয়েত, কাতারে। এখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ভারতীয় খাদ্য সামগ্রীকে বয়কট করার ডাক দিলেও সেই সিদ্ধান্ত আগামী দিনে কতদিন পর্যন্ত কার্যকর করা সম্ভব হবে, সেই নিয়ে সন্দেহ থাকছে।
2022-06-10