ভারতে করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ছে। সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্র ও পঞ্জাবে, এই দুই রাজ্য-সহ আরও বেশ কয়েকটি রাজ্যে গত কিছু দিন ধরে করোনার দাপট যেমন বাড়ছে, তেমনই মারণ এই ভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু হচ্ছে। কিন্তু, মানুষের তাও হুঁশ ফিরছে না। কারও মুখে মাস্ক দেখা যাচ্ছে না, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা তো দূরের কথা। পঞ্জাবের অমৃতসরের সব্জি মান্ডিতে রবিবার সকালে মাত্রাতিরিক্ত ভিড় লক্ষ্য করা গিয়েছে। ব্যাপক ভিড়ের মধ্যেও অনেককেই মাস্ক পরতে দেখা যায়নি। মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের বিভিন্ন বাজারেও এদিন সকালে একই ছবি লক্ষ্য করা গিয়েছে। পঞ্জাব ও মহারাষ্ট্র ছাড়াও দিল্লির জনগণও যে অসচেতন, তা সরোজিনী মার্কেটের ভিড় বুঝিয়ে দিয়েছে।
শনিবারই পঞ্জাবের অমৃতসর জেলায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৫ জন, সমগ্র রাজ্যে আক্রান্তের সংখ্যা ২,৫৮৭ জন, রাজ্যের ১১টি জেলায় লাগু করা হয়েছে নৈশ কারফিউ। মহারাষ্ট্রেও করোনার প্রকোপ বাড়ছে, মহারাষ্ট্রে শনিবার সারাদিনে আক্রান্ত হয়েছিলেন ২৭,১২৬ জন। মৃত্যু হয়েছে ৯২ জনের। তা সত্ত্বেও মানুষের হুঁশ ফিরছেই না। সমস্ত রাজ্য সরকারের পক্ষ থেকে মানুষজনকে সাবধান ও সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে, কিন্তু মানুষজনের আচরণ দেখে মনে হচ্ছে তাঁরা সরকারের কথা শুনতে মোটেও প্রস্তুত নন।
2021-03-21