সংক্রমণ ২১ লক্ষ ছুঁইছুঁই, ভারতে করোনায় মৃত্যু ৪২,৫১৮ জনের

ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ফের বাড়ল! অস্বস্তি বাড়িয়ে রোজই বেড়ে চলেছে মৃত্যু-মিছিল। বাড়তে বাড়তে শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ২০,৮৮,৬১২-তে পৌঁছে গেল। ভারতে বিগত ২৪ ঘন্টায় (শুক্রবার সারাদিনে) নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১,৫৩৭ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪২,৫১৮ জন এবং সংক্রমিত ২০,৮৮,৬১২ জন। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১৪,২৭,০০৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ১৯ হাজার ০৮৮।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ৪২,৫১৮ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ১৯ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ১,৮৪২ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ১৩২ জন, বিহারে ৩৬৯ জনের, চন্ডীগড়ে ২৩ জন, ছত্তিশগড়ে ৮৭ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৪,০৮২ জনের, গোয়া ৭০ জন, গুজরাটে ২,৬০৫ জনের, হরিয়ানায় ৪৬৭ জনের, হিমাচল প্রদেশে ১৪ জনের, জম্মু-কাশ্মীরে ৪৪৯ জনের, ঝাড়খণ্ডে ১৫১ জনের, কর্ণাটকে ২,৯৯৮ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১০২ জন, লাদাখে ৯ জন, মধ্যপ্রদেশে ৯৬২ জন, মহারাষ্ট্রে ১৭,০৯২ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ১০ জন, মেঘালয়ে ৫ জন, নাগাল্যান্ডে ৭ জন, ওডিশায় ২৪৭ জনের, পুদুচেরিতে ৭৫ জন, পঞ্জাবে ৫৩৯ জন, রাজস্থানে ৭৬৭ জনের, সিকিমে একজন, তামিলনাড়ুতে ৪,৬৯০ জন, তেলেঙ্গানায় ৬১৫ জন, ত্রিপুরায় ৩৭ জন, উত্তরাখণ্ডে ১১২ জন, উত্তর প্রদেশে ১,৯৮১ জন এবং পশ্চিমবঙ্গে ১,৯৫৪ জন প্রাণ হারিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ২.০৪ শতাংশ মানুষের, সুস্থ হয়েছেন ৬৮.৩২ শতাংশ মানুষ এবং চিকিৎসাধীন ২৯.৬৪ শতাংশ মানুষ। কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করতে ভারতে দ্রুততার সঙ্গে বেড়েই চলেছে করোনা-পরীক্ষা। ৭ আগস্ট পর্যন্ত ভারতে মোট ২,৩৩,৮৭,১৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, শুধুমাত্র ৭ আগস্ট ৫,৯৮,৭৭৮টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.