লার্জেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড’ লিখে গুগলে সার্চ করলেই দেখা যায় ইন্দোনেশিয়ায় প্রায় ২০ কোটি ৩০ লাখ মুসলমান বাস করে যা বিশ্বে মোট মুসলমান জনসংখ্যার প্রায় ১৩%।
আর পৃথিবীর সর্বাধিক মুসলিম জন সংখ্যার দেশেই ঘটলো এমন এক ঘটনা যা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ মসজিদের ইমাম ইসলাম ছেড়ে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করলেন, এর পর তাঁকে গ্রেফতার করে হলো, শুরু হলো নির্মম অত্যাচার, উলামারা বলছেন দেশে ইসলাম ছাড়ার চোরা স্রোত বইছে, আটকানো দায়
ইন্দোনেশিয়ার (Indonesia) অন্যতম বৃহৎ পশ্চিম জাভা মসজিদের (West Java Mosque) ইমাম এবার নিজের ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করলেন।
কিন্তু এর পরেই শুরু হলো তাঁর উপর অকথ্য নির্যাতন। পুলিশ গ্রেফতার করে তাঁকে ধর্ম পাল্টানোর অপরাধে জেলের ভিতরে নির্মম অত্যাচার শুরু করে।
মাথা নিচু করে পা ওপরে করে ঝুলিয়ে রাখা থেকে শুরু করে, তেষ্টা পেলে মুখে প্রস্রাব করে দেওয়া, সব কিছুই হজম করতে হয়েছে তাঁকে, কিন্তু তিনি থেমে থাকেননি তিনি। নির্ভীক ভাবে ইসলামের ভয়ঙ্কর সত্যি মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করছেন।
তিনি অকপটে বলেছেন , “ওই মতাদর্শ অতি সাংঘাতিক ও মানবতার পরিপন্থী।”
প্রসঙ্গত, ওয়েস্ট জাভার এই তাবড় ইমাম কে মুহম্মদ নিজে অনেকবার হজ (Haj) করতে গিয়েছেন আর তাতেই আশ্চর্য হয়ে যাচ্ছেন অনেকেই যে কি করে ওনার মতো একজন কট্টর ইমাম ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করলেন।
এদিকে সূত্রের খবর, ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিলের চেয়ারম্যান আনোয়ার আব্বাস (Anwar Abbas , Chairman , Indonesian Ulema Council) মেনে নিয়েছেন যে ইন্দোনেশিয়াতে খ্রীষ্টান ধর্মের চোরা স্রোত বইছে এবং তরুণ প্রজন্মের অনেকেই ইদানিং ইসলাম ছেড়ে খ্রীষ্টান ধর্ম গ্রহণ করছে আর তার মধ্যে মেয়েদের সংখ্যা ও নেহাত কম নয়।