আবার সামনে এলো আরেক ‘নিরীহ’ সবজি ব্যবসায়ীর ভয়ঙ্কর সত্য! প্রথম মালদা থেকে পালিয়ে উত্তরপ্রদেশে, তাড়া খেয়ে পরে বরানগর

এবার সামনে এলো বরানগরে সবজি ব্যবসায়ী সেজে লুকিয়ে থাকা মালদার আদি নিবাসী সরিকুল ইসলামের সত্যতা।
এই জাল নোট পাচারকারী যার কারবার শুধু পশ্চিমবাংলা নয়, ছিল উত্তর প্রদেশ পর্যন্ত ছড়ানো তাকে গ্রেফতার হলো বরানগর থেকে।
এন আই এ-র গোয়েন্দারা বহুদিন ধরে লখনৌয়ের এক জাল নোটের মামলায় তাকে খুঁজছিলো। সূত্রের খবর, বরানগরে শীতলা মাতা লেনে এক বাড়িতে আত্মগোপন করে ছিল সরিকুল এবং পরবর্তীকালে সবজি ব্যবসায়ী সেজে নিজের পরিচয় গোপন করে কারবার চালাতো যাতে কারো সন্দেহ না হয়। বরানগর জুড়ে সবজি বিক্রি করে বেড়াতো সে এবং ভালো ব্যবহারের দ্বারা লোকের মন জয় করে নিয়েছিল বলে খবর। জাল নোটের কারবার ছাড়াও, জমিয়ে সবজি ব্যবসা করে ভালো অর্থ উপার্জন করতো। সূত্র মারফত খবর পেয়ে অবশেষে গোয়েন্দারা হানা দেয় গত সোমবার এবং গ্রেফতার করে ট্রানসিট রিমান্ডে উত্তরপ্রদেশের রাজধানীতে নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে সে আদতে মালদার বৈষ্ণব নগরের বাসিন্দা এবং পারি জমায় উত্তরপ্রদেশে। ২০১৯ সালে লখনৌয়ে পুলিশ আড়াই লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে এবং ওই মামলায় প্রধান পান্ডা ছিল সরিকুল। এন আই এ তাকে গ্রেফতারের জন্য খুঁজছে এই খবর পেয়ে সে পালিয়ে আসে পশ্চিমবঙ্গে। তার সঙ্গে জঙ্গিযোগে আছে কিনা ক্ষতিয়ে দেখছে জাতীয় নিরাপত্তা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.