সবথেকে বেশি অনুপ্রবেশ ঘটেছে, গত তিন বছরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে

সবথেকে বেশি অনুপ্রবেশ ঘটেছে, গত তিন বছরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে। সংসদ ভবনে এমনটাই জানাল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আরও জানানো হয়েছে, ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে যতবার অনুপ্রবেশ হয়েছে, তার থেকে প্রায় ১৩ গুণ বেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে শুধুই বাংলাদেশ সীমান্ত দিয়ে। এই প্রসঙ্গে মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিক জানান, ১২৮ টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে পাকিস্তান সীমান্ত দিয়ে। মায়ানমার সীমান্ত দিয়ে ১৩৩ টি অনুপ্রবেশের ঘটনা খবর পাওয়া গিয়েছে। নেপাল সীমান্ত দিয়ে ২৫ টি অনুপ্রবেশ হয়েছে ও ১৭৮৭ টি বেআইনিভাবে প্রবেশের ঘটনা ঘটেছে বাংলাদেশ সীমান্ত দিয়ে।

নিশীথ প্রামানিক আরও জানিয়েছেন, চিন ও ভুটান সীমান্ত দিয়ে বেআইনি অনুপ্রবেশের ঘটনার সংখ্যা শূন্য। অন্যদিকে অনুপ্রবেশে লাগাম টানতে অমিত শাহের ডেপুটি জানান, সরকারের বিভিন্ন এজেন্সি ও রাজ্য সরকার এই বিষয়টির ওপর নজর রেখেছে। আগামী দিনে অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতার দেওয়া বাড়তি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি আলো লাগানো থেকে শুরু করে ইত্যাদির মতো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কেন্দ্রের সঙ্গে রাজ্যের ব্যাপক সংঘাত লেগেছিল বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিষয়টিকে কেন্দ্র করে। এবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক শীতকালীন অধিবেশনের শুরুতেই এই ইস্যুকে সামনে রেখে বক্তব্য রাখল। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পেরিয়ে যে সমস্ত অপরাধমূলক কাজকর্ম হয়ে থাকে তা এবারে নিয়ন্ত্রণে আসবে বিএসএফ-এর মাধ্যমে। কারণ, বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি করলে এই সমস্ত অপরাধমূলক কাজকর্ম অনেকটাই কমে যাবে। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রক সাফ জানিয়ে দেন, আগামী দিনে বিএসএফ রাজ্য পুলিশের সহযোগিতা সঙ্গেই সমস্ত কাজকর্ম করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.