দুদিনের বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যেই খাস কলকাতায় উদ্ধার হল বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম অর্জুন চৌরাসিয়া। চিৎপুর রেল কোয়ার্টার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের যুব মোর্চার সহ সভাপতি ছিলেন অর্জুন। ঘটনায় রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অর্জুন দীর্ঘদিন ধেরই বিজেপির সক্রিয় কর্মী হিসেবেই এলাকায় পরিচিত ছিলেন। বিধানসভা ও পুরসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে নানা কর্মসূচিতে দায়িত্ব নিতে দেখা গিয়েছিল তাঁকে। এদিনও অমিত শাহের কর্মসূচিতে নানা কাজের দায়িত্ব ছিল অর্জুনের উপর।
এদিকে, পরিবারের অভিযোগ, পুরভোটের পর থেকেই অর্জুনকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। তাদের দাবি, ঝুলন্ত অবস্থায় মাটিতে ছিল অর্জুনের পা। ফলে সন্দেহ করা হচ্ছে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে অর্জুনকে। পরিবারের আরও দাবি, যতক্ষণ না পর্যন্ত সঠিক তদন্তের আশ্বাস মিলছে ততক্ষণ দেহ ছাড়া হবে না।
তদন্তকারীরা একটি বিষয়ের ওপর জোর দিচ্ছেন। অর্জুনের পায়ে একেবারে পালিশ করা বুট জুতো ছিল, জামা ইন করে পরা। দৃশ্যত তাঁকে সে অর্থে বিধ্বস্ত লাগছে না। তবে তার পা মাটির সঙ্গেই লেগে ছিল। প্রশ্ন হচ্ছে, আত্মঘাতী হলে, কীভাবে পা মাটির সঙ্গে লেগে থাকে? তবে কি তাঁকে কেউ মেরে ঝুলিয়ে দিয়েছেন? প্রশ্ন তুলছেন প্রত্যক্ষদর্শীরাও।