বিস্ফোরক অভিযোগ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জম্মু কাশ্মীরে ফের সন্ত্রাসের ‘কালো দিন’ ফেরাতে চাইছে গুপকার জোট, উপত্যকায় আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ চাইছে এই জোট, মঙ্গলবার টুইটে এমনই দাবি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
এদিন টুইটে অমিত শাহ লিখেছেন, ‘‘গুপকার জোট এখন দেশের সীমা পেরিয়ে আন্তর্জাতিকস্তরে পৌঁছতে চাইছে। তারা চায় বিদেশি বাহিনী জম্মু ও কাশ্মীরে হস্তক্ষেপ করুক। গুপকার জোট ভারতের জাতীয় পতাকাকেও অপমান করেছে।’’
উপত্যকার গুপকার জোটে সামিল থাকায় সোনিয়া-রাহুলেরও কড়া সমালোচনায় সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এপ্রসঙ্গে তিনি টুইটে লিখেছেন, ‘‘সোনিয়াজি এবং রাহুলজি কি গুপকার জোটের এমন পদক্ষেপকে সমর্থন করেন? তাঁদের উচিত ভারতের জনগণের কাছে তাঁদের অবস্থান স্পষ্ট করা।’’
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পরই স্থানীয় রাজনৈতিক নেতা-নেত্রীদের গৃহবন্দি করে কেন্দ্রীয় সরকার। এপরপর বছরখানেক ধরে দফায়-দফায় মুক্তি দেওয়া হয়েছে তাঁদের। মাসখানেক আগেই গৃহবন্দি দশা থেকে মুক্ত হয়েছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
মেহবুবা মুফতি মুক্ত হওয়ার পরেই জম্মু কাশ্মীরের বিজেপি বিরোধী দলগুলি একজোট হয়। উপত্যকায় ফের ৩৭০ ধারা ফেরানোর দাবিতে সরব জম্মু কাশ্মীরের বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি।
জম্মু কাশ্মীরের আরও এক প্রক্তান মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার বাড়িতে কেন্দ্র বিরোধী দলগুলিকে নিয়ে একটি জোট তৈরি হয়। ‘পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লেরেশন’ আত্মপ্রকাশ করে। এই জোটের নেতৃত্বে রয়েছেন ফারুক আবদুল্লা। উপত্যকার বিজেপি বিরোধী সব দলের সঙ্গেই এই জোটে সামিল রয়েছে বাম ও কংগ্রেসও।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, উপত্যকায় তৈরি এই গুপকার জোট কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ চাইছে। টুইটে অমিত শাহ লিখেছেন, ‘‘কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক শক্তি হস্তক্ষেপ করুক, এটাই চাইছে গুপকার জোট। কংগ্রেস ও গুপকার জোট কাশ্মীরে সন্ত্রাসের দিন ফিরিয়ে আনতে চাইছে। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, এবং থাকবে। ভারতের জনগণ কোনও অশুভ আন্তর্জাতিক হস্তক্ষেপ মেনে নেবে না।’’