অবশেষে কি স্বস্তির খবর মিলতে চলেছে? নিম্নমুখী হতে চলেছে করোনা সংক্রমণের গ্রাফ? মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, এই নিয়ে লাগাতার তৃতীয় দিন দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা কমের দিকে। এবং সেটা বেশ উল্লেখযোগ্য হারেই। শুধু তাই নয়, নতুন সংক্রমণ কমার পাশাপাশি সুস্থতার হার এবং পরীক্ষার সংখ্যাটাও লাগাতার বাড়ছে।
মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ হাজার ৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গতকালের থেকে অনেকটাই কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ ২ হাজার ৭৪৩ জন। এদের মধ্যে ১৯ লক্ষ ৭৭ হাজার ৭৮০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সাড়ে ৫5 হাজার মানুষ সুস্থ হয়েছেন। তবে, দেশে এখনও ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৬ জন করোনা রোগী চিকিৎসাধীন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। শুধু আগস্ট মাসের হিসেবে আমেরিকা এবং ব্রাজিলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে এদেশ।
দেশে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি অন্যান্য দেশের তুলনায় মৃত্যুর হারটাও অনেকটাই কম। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮৭৬ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ হাজার ৭৯৭ জন। তাৎপর্যপূর্ণভাবে গত কয়েক সপ্তাহে পরীক্ষার সংখ্যাটা ব্যাপক হারে বেড়েছে। ইতিমধ্যেই মোট নমুনা পরীক্ষা ৩ কোটি পেরিয়েছে।