নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জম্মু- কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করার কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অনড় ছিল এবং আগামীতেও অনড় থাকবে বলে পরিষ্কার করে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চাপ থাকা সত্ত্বেও দেশের মঙ্গলের জন্য এই সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, বরং গোটা দেশ এই সিদ্ধান্তের জন্য বছরের পর বছর ধরে অপেক্ষায় ছিল।
এদিন নিজের নির্বাচনী ক্ষেত্র বারাণসিতে একদিনের যাত্রায় আসেন তিনি। এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিগত কেন্দ্রীয় সরকার গুলো এই সিদ্ধান্ত নিতে দীর্ঘ সময় নিয়েছিল। এই সমস্ত সমস্যা সমাধানের চেয়ে তারা আরও বেশি সমস্যা তৈরি করেছিল। বরং তার সরকার সমস্যা সমাধানের জন্য এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী একাত্ম মানববাদী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একটি মূর্তি উন্মোচন এদিন করেন। তিনি বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বিচারধারা অনুসরণ করে সরকার দেশের পিছিয়ে থাকা মানুষের উন্নতি ও বিকাশের কাজে নিয়োজিত রয়েছে। দেশের বঞ্চিত ও দলিত শ্রেণির উন্নতির জন্য সরকার সর্বোচ্চ সহযোগিতা করে চলেছে। তিনি আরও বলেন, বিগত সরকার নিজেদের স্বার্থ সিদ্ধি করতে গরিব ও বঞ্চিতদের বিকাশের নাম করে রাজনীতি করেছে। আর এই কারণেই সমাজের পিছিয়ে পড়া মানুষের কোন উন্নতি হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, দেশবাসীর প্রাথমিক উন্নতি সাধনের জন্য সরকার একশো লাখ কোটি টাকা বরাদ্দ করেছে। যা সবচেয়ে আগে ছোট ছোট শহরে শহরগুলো পাবে।
এদিন তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে সবুজ পতাকা নেড়ে নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে কাশী মহাকাল এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ইন্দোর থেকে বারাণসী মধ্যে থাকা তিন জ্যোতির্লিঙ্গ যেমন ওঙ্কারেশ্বর(ইন্দোর), মহাকালেশ্বর(উজ্জৈনি), কাশী বিশ্বনাথ(বারাণসী) সঙ্গে সংযোগ স্থাপন করবে এই এক্সপ্রেস ট্রেন।
2020-02-17