জম্মু-কাশ্মীরে যোগী দাওয়াই। পুলওয়ামার বাসিন্দা জইশ কমান্ডার আসিক নেগরুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল প্রশাসন। ২০১৯ সালের পুলওয়ামা হামলায় জড়িত ছিল আসিক। প্রসঙ্গত, এই প্রথম জম্মু ও কাশ্মীরে কোনও জঙ্গির বাড়ি ভেঙে দেওয়া হল।
পুলওয়ামার রাজরপোরায় অসিকের একটি দোতলা বাড়ি ছিল। সেই বাড়িটিই বুলডোজার দিয়ে ভেঙে দিল জেলা প্রশাসন। তবে জঙ্গি হওয়ার কারণে নয়, প্রশাসনের দাবি, পুলওয়ামার নিউ কলোনি এলাকায় আসিকের ওই বাড়িটি অন্যের জমি দখল করে তৈরি। অর্থাৎ অবৈধ নির্মাণ। তাই বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
২০১৯ সালে পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ জঙ্গিরা। ওই হামলায় ৪০ জন জওয়ানের মৃত্যু হয়। সেই হামালার নাম ছিল আসিকের। এবছর এপ্রিলে আসিককে জঙ্গি বলে ঘোষণা করে কেন্দ্র সরকার। কেন্দ্রের দাবি, বহু জঙ্গিকে জম্মু ও কাশ্মীরে ঢোকায় সাহায্য করেছে আসিক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুয়ায়ী, কাশ্মীরে একটি জঙ্গি সিন্ডিকেট চালাচ্ছে আসিক। একাধিক জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত সে। বর্তমানে সে পাকিস্তানে রয়েছে।