কোনো ঋণগ্রাহক ঋণের টাকা মেটাতে অক্ষম হলে, মেয়েদের নিলাম করা হচ্ছে, সম্প্রতি এমনটাই অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই অভিযোগটি মাথাচাড়া দিয়েছে মূলত রাজস্থানে। দাবি, এই ধরণের ঘটনা রাজস্থানের কোনো এক জায়গায় নয়, ছয় জায়গায় ঘটেছে। এই খবর প্রকাশ্যে আসতেই কমিশন রাজস্থানের মুখ্যসচিবকে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
অভিযোগ প্রকাশ্যে আসার পরেই মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একটি বিবৃতি জারি করা হয়। এই বিবৃতিতে বলা হয়, “দুই পক্ষের মধ্যে লেনদেন বা ঋণ পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলেই সেই টাকা উদ্ধারের জন্য নিলামে তোলা হচ্ছে, ৮ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের। এইসব মেয়েদের পাঠানো হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লি, মুম্বাই, এমনকি বিদেশেও। তাঁদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করে শারীরিক হেনস্থা, অত্যাচার ও যৌন নিপীড়ন। করা হচ্ছে”।
অভিযোগ এখানেই শেষ হয়নি। আরও দাবি করা হয়েছে, যে স্ট্যাম্প পেপারে সই করে কমবয়সী মেয়েদের নিলামে তোলা হচ্ছে। এক্ষেত্রে, কোনো মেয়ের মা যদি নিলামের কাজে বাধা দিচ্ছে, সেক্ষেত্রে মেয়ের মা’কেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। অবাক করে দেওয়ার ব্যাপার হল, এই নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে।