মঙ্গলবার উড়তে চলেছে দেশের প্রথম বাণিজ্যিক বিমান। জানা গিয়েছে, এই বিমান তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। ডর্নিয়ার ২২৮ বিশেষ বিমানটি বিমান সংযোগের কাজ করবে অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে। এটি ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হচ্ছে। মনে করা হচ্ছে, ডর্নিয়ার ২২৮-এর মাধ্যমে দেশের অন্যান্য অংশের পাশাপাশি উত্তর-পূর্বের বিমান পরিষেবা আগামী দিনে আরও জোরদার করা যাবে।
সূত্রের খবর, ডর্নিয়ার ২২৮ বিমানে ১৭ টি আসন রয়েছে। এই বিমানের মাধ্যমে অরুণাচল প্রদেশের পাঁচটি শহর অসমের ডিব্রুগড়কে যুক্ত করা হবে। ফেব্রুয়ারি মাসে হ্যালের সঙ্গে একটি বিশেষ চুক্তি হয়, এই বিমান সম্পর্কে। সোমবার কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে, দেশীয় বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চলবে অসমের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট পর্যন্ত।
এখানে জানিয়ে রাখি, ভারতের তৈরি প্রথম বাণিজ্যিক ফ্লাইট যখন ছাড়বে ঠিক তখনই অন্য আরেকটি দিকে, প্রথম ফ্লাইট প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে মঙ্গলবার অসমের লীলাবাড়িতে। দুটি অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
2022-04-13