দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে উন্মুক্ত হল বদ্রীনাথ মন্দিরের দরজা। শুক্রবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় রীতিনীতির পর খুলে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা। মন্দির খুললেও, করোনাভাইরাসের প্রকোপের কারণে এখনই মন্দিরের ভিতরে প্রবেশের অনুমতি পাবেন না ভক্তরা। এদিন ভোরে মন্দিরের দ্বার উন্মুক্ত হওয়ার সময় প্রধান পুরোহিত রাওয়াল ঈশ্বরী প্রসাদ নাম্বুদিরি-সহ ২৮ জন মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলেন। প্রত্যেকের মুখেই মাস্ক ছিল এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই সমস্ত ধর্মীয় আচারানুষ্ঠান সম্পন্ন করেছেন তাঁরা।
পাহাড়ের কোলে অবস্থিত বদ্রীনাথ মন্দিরকে ফুল দিয়ে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তোলা হয়। ভোর ৪.৩০ মিনিট নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় রীতিনীতির পর খুলে দেওয়া হয় বদ্রীনাথ মন্দিরের দরজা। করোনার প্রেক্ষিতে
পুণ্যার্থীদের প্রবেশে এখনই অনুমতি দেওয়া হচ্ছে না। মন্দির খোলার পর, মানবজাতির কল্যাণের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রথম পূজার্চনা হয়।