‘দাদার কীর্তি’ পরিচালক অবশেষে জীবনযুদ্ধে হার মেনে নিলেন। ভেন্টিলেশন থেকে আর ফিরে আসতে পারলেন না বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। সোমবার সকাল ১১ টা ১৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ মজুমদার। বিগত ১৪ই জুন থেকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখানে জানিয়ে রাখি, তিনি দীর্ঘ দুই দশক ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। চিকিৎসকেরা জানিয়েছেন, রবিবার মধ্যরাত থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। সেই সময় ডায়ালিসিসের ভীষণভাবে প্রয়োজন ছিল। কিন্তু তরুণ মজুমদার ডায়ালিসিস দেওয়ার অবস্থায় ছিলেন না। তাঁকে রাখা হয়েছিল পুরোপুরি ভেন্টিলেটরি সাপোর্টে।
বর্ষীয়ান পরিচালকের জন্ম ১৯৩১ সালের ৮ ই জানুয়ারি, অধুনা বাংলাদেশের বগুড়ায়। তাঁর দীর্ঘ ৬০ বছরের কেরিয়ার। ছবির দুনিয়ায় তিনি পা রেখেছিলেন ১৯৫৯ সালে। শেষ দিন অবধি কাজ করে গিয়েছেন। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন ১৯৯০ সালে। তিনি কেমিস্ট্রির ছাত্র ছিলেন। কিন্তু ভালোবাসতেন ছবি বানাতে।
2022-07-04