ভারত-চিন সীমান্তে পরিস্থিতি খতিয়ে দেখতে লাদাখে যেতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। আসলে সম্প্রতি লেহতে এসে পরিস্থিতি সম্পর্কে বিশদ প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে। পাশাপশি দুই দেশের সীমান্তে গতিবিধি নিয়ে অবগত করানো হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে।
সেনাপ্রধান লাদাখ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে জানিয়েছেন, বাস্তবিক নিয়ন্ত্রণ রেখায় চিন ও ভারতীয় সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় সেনার প্রস্তুতি খতিয়ে দেখার প্রস্তাব প্রতিরক্ষামন্ত্রীকে দেন তিনি। চিনা সেনা যে অনুপ্রবেশের চেষ্টা করেছে সে সম্পর্কেও প্রতিরক্ষা মন্ত্রীকে জানানো হয়।
উল্লেখ্য, সেনাপ্রধানের লাদাখে আসার পর নতুন করে আর কোন সংঘাতের খবর দুই তরফে পাওয়া যায়নি। দুই দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।চিনের গতিবিধির ওপর নজর রাখছে ভারত। পূর্ব লাদাখের ফিগার ৪ দুই দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।ভারতের দাবি ফিগার ১ থেকে ৮ পর্যন্ত গোটা এলাকাটাই তাদের।যদিও চিন এই দাবি মানে না। গলবন নদীর দুই তিনটি জায়গায় চিনা সেনা চলে এসেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত সীমান্ত পেরিয়ে ভারতের ২ থেকে ৩ কিলোমিটার দখল করে নিয়েছে চিন।এই পরিস্থিতি বদলের প্রয়োজন। নয়তো উত্তেজনা কমবে না।