৯৫ বেড়ে ভারতে করোনায় মৃত্যু ১৯৮১ জনের, আক্রান্ত ৫৯,৬৬২

ভারতের (India)করোনাভাইরাস (Corona virus)পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। লকডাউন সত্বেও ভারতে দ্রুত গতিতে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ (covid-19)ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১৯৮১ এবং সংক্রমিত ৫৯,৬৬২ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ১৭,৮৪৭ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩,৩২০ জন এবং মৃত্যু হয়েছে ৯৫ জনের।
শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৫৯৬৬২ জন (‘অ্যাক্টিভ’ করোনা রোগী ৩৯,৮৩৪)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮১। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ১৭,৮৪৭ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ১৯৮১ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪১ জনের মৃত্যু হয়েছে, অসমে একজনের, বিহারে ৫ জনের, চন্ডীগড়ে একজন, দিল্লিতে ৬৮ জনের, গুজরাটে ৪৪৯ জনের, হরিয়ানায় ৮ জনের, হিমাচল প্রদেশে ২ জনের, জম্মু-কাশ্মীরে ৯ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৩০ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২০০ জন, মহারাষ্ট্রে ৭৩১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় দু’জনের, পঞ্জাবে ২৯ জন, রাজস্থানে ১০১ জনের, তামিলনাড়ুতে ৪০ জন, তেলেঙ্গানায় ২৯ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ৬৬ জন এবং পশ্চিমবঙ্গে ১৬০ জন প্রাণ হারিয়েছেন।সারা দেশের নিরিখে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে শনিবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ১৯,০৬৩, দিল্লিতে ৬৩১৮, তামিলনাড়ুতে ৬০০৯, অন্ধ্রপ্রদেশে ১৮৮৭ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন, অরুণাচল প্রদেশে একজন, অসমে ৫৯ জন, বিহারে ৫৭১ জন, চন্ডীগড়ে ১৫০ জন, ছত্তিশগড়ে ৫৯ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ৭ জন (প্রত্যেককেই সুস্থ), গুজরাটে ৭৪০২ জন, হরিয়ানায় ৬৪৭ জন, হিমাচল প্রদেশে ৫০ জন, জম্মু-কাশ্মীরে ৮২৩ জন, ঝাড়খণ্ডে ১৩২ জন, কেরলে ৫০৩, কর্ণাটকে সংক্রমিত ৭৫৩ জন, লাদাখে ৪২ জন, মধ্যপ্রদেশে ৩৩৪১ জন, মণিপুরে দু’জন (উইয়েই সুস্থ), মেঘালয় ১২ জন, মিজোরামে একজন, ওডিশায় ২৭১ জন, পুদুচেরিতে ৯ জন, পঞ্জাবে ১৭৩১ জন, রাজস্থানে ৩৫৭৯ জন, তেলেঙ্গানায় ১১৩৩ জন, ত্রিপুরায় ১১৮ জন, উত্তরাখণ্ডে ৬৩ জন, উত্তর প্রদেশে ৩২১৪ এবং পশ্চিমবঙ্গে ১৬৭৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.