করোনার সংক্রমণে দিশেহারা গোটা বিশ্ব। ভারতের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি উদ্বেগজনক। কিন্তু, ওড়িশার কর্ণোজোড়া গ্রামে এখনও থাবা বসাতে পারেনি এই মারণ ভাইরাস। ওড়িশার দানপুর পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রামে এখনও পর্যন্ত একজনও করোনায় সংক্রমিত হননি।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৬১টি পরিবার বসবাস করে এই গ্রামে। জনসংখ্যা ১২০০-রও বেশি। কিন্তু, একজনের মধ্যেও করোনার কোনও উপসর্গ দেখা যায়নি।
প্রশাসনের এক কর্তা জানান, গত জানুয়ারি মাসে এই গ্রামে ৩২ জন গ্রামবাসীর করোনা পরীক্ষা করানো হয়। কিন্তু, একজনও এতে আক্রান্ত ছিলেন না।
তবে করোনার সংক্রমণ না ছড়ালে ওড়িশা সরকার সচেতন। কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় তারা। সেই কারণে, ওই গ্রামের বাড়ি বাড়ি স্বাস্থ্য কর্মীরা যান ও পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। বিশেষ করে আশাকর্মীরা এই কাজ করে থাকেন।
স্থানীয় কালেক্টর বিজয় জানান, এই গ্রামের মানুষ সচেতন। দেশজুড়ে করোনা চিন্তার বিষয় হয়ে দাঁড়ালে এই মারণ ভাইরাস গ্রামে এখনও এখানে প্রবেশ করতে পারেনি। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই এই গ্রামে আমরা ব্যাপক সচেতনতার প্রচার চালিয়েছিলাম। মাস্ক পরা, হাত স্যানিটাইজ করার মতো নির্দেশিকা দেওয়া হয়েছিল। গ্রামের মানুষ অক্ষরে অক্ষরে তা পালন করেছেন। তাই করোনা থাবা বসাতে পারেনি।’
স্থানীয় এক বাসিন্দা জানান, এই গ্রামের অনেকেই মুম্বই বা অন্য রাজ্যে কাজ করে। কিন্তু, করোনা শুরু হওয়ার পর থেকে তারা কেউ বাড়ি ফেরেনি। তাই সংক্রমণ আটকানো সম্ভব হয়েছে।