দৈনিক আক্রান্ত নেমে এল ৭০ হাজারে, ৭২ দিনে করোনার সর্বনিম্ন সংক্রমণ দেশে

ক্রমশই কমছে করোনা (COVID-19) সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৭০ হাজারে। গত ৭২ দিনে এটি সর্বনিম্ন সংক্রমণ। যদিও মৃত্যুর সংখ্য়া এখনও আয়ত্তে আনা সম্ভব হয়নি। এদিনও করোনায় মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছুঁইছুঁই।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। রবিবারের রিপোর্টে আক্রান্তের সংখ্যা ছিল ৮০ হাজার ৮৩৪ জন। গত কয়েকদিনে ক্রমাগত আক্রান্তের সংখ্যা ক্রমশ কমেছে। কেন্দ্রীয় মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ৭২ দিনের নিরিখে সবচেয়ে কম মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন রবিবার। পরিসংখ্যান বলছে করোনা জয়ের দিকে এগোচ্ছে দেশ। তবে রবিবারের পরিসংখ্যানের তুলনায় এদিন মৃত্যুর সংখ্যা বেড়েছে। রবিবার দেখা গিয়েছিল দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। কিন্তু সোমবার সেই সংখ্যা অনেকটাই বেড়েছে। এদিন করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। যদিও গত বৃহস্পতিবার মৃত্যুর যে পরিসংখ্যান উঠে এসেছিল তার থেকে এদিন মৃত্যুর সংখ্য়া অনেকটাই কম। বৃহস্পতিবার জানা গিয়েছিল গত ২৪ ঘণ্টায় ৬ হাজারেরও বেশি মানুষের করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত সেটিই ছিল করোনার আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু। করোনায় ২৪ ঘণ্টায় এত বেশি মৃত্যু আগে কখনও হয়নি।

রবিবার সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। সোমবার সুস্থতার সংখ্যা রবিবারের চেয়ে কমেছে। এদিন সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন। যদিও দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার হার গত কয়েকদিনের মতো এদিনও বেশি। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষ ১০ হাজার ৪১০ জন। কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। রবিবার অ্য়াক্টিভ করোনা রোগীর সংখ্য়া ছিল ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯ জন। আর সোমবার সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন। এখনও পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৮১ লক্ষ ৬২ হাজার ৯৪৭ জন। দেশের করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জনের। মোট ২৫ কোটি ৪৮ লক্ষ ৪৯ হাজার ৩০১ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.