সামান্য কমল দেশের দৈনিক করোনা গ্রাফ, সংক্রমণের জেরে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত ৩০৮

শনিবার সামান্য কমল দৈনিক সংক্রমণ। এদিন সকালে দৈনিক বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রক জানাল, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন। এদিকে কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় ৩০৮ জন মারা গিয়েছেন। এদিকে গত সুস্থ হয়েছেন ৩২ হাজার ১৯৮ জন। এর মধ্যে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১০। এদিকে কেরলে করোনার বলি হয়েছেন ১৭৭ জন।

দেশে মোট করোনা সংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৩২ লক্ষ 08 হাজার ৩৩০। মোট মৃত ৪ লক্ষ ৪২ হাজার ৩১৭।দেশে সুস্থতার হার ৯৭.৪৯ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় রোগী সংখ্যা ৩ লক্ষ ৯১ হাজার ৫১৬ জন। গত ২৪ ঘণ্টায় ৬৫ লক্ষ ২৭ হাজার ১৭৫ জন ভ্যাকসিনের ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ৭৩ কোটি ৫ লক্ষ ৮৯ হাজার ৬৮৮ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ

এদিকে শুক্রবার পশ্চিমবঙ্গের করোনার গ্রাফ ছিল কিছুটা ঊর্ধ্বমুখী। রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হন ৭৫৩ জন। এদিকে মৃতের সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার যেখানে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছিল ৮ জনের। সেখানে শুক্রবারের তথ্য অনুযায়ী একদিনে করোনায় মারা যান রাজ্যের ১৪ জন বাসিন্দা। রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতাকে টপকে গিয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে ১২৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরই রয়েছে কলকাতা। মহানগরীতে নতুন আক্রান্তের সংখ্যা ১২৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.