সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি ফর্মুলা ওয়ানের রেসিং কারের মত দেখতে একটি অদ্ভুত সুন্দর গাড়ি তৈরি করে চালাচ্ছেন। শুধু তাই নয়, সেই গাড়িতে করে অতি সহজেই দুধের বড় বড় ক্যান চাপিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে। প্রসঙ্গত, অনেকেই আছেন যারা ফেলে দেওয়া জিনিসপত্র থেকে বিভিন্ন জিনিস সহজেই তৈরি করে ফেলেন।
অনেক আগে দেখা গিয়েছিল, পরিতক্ত গাড়ি বা জীপ দিয়ে তৈরি করে ফেলা হয়েছে আস্ত একটি হেলিকপ্টার। এইসব ঘটনার কথা মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবারও ঠিক তেমনই একটি ভিডিও সামনে এল। ভিডিওতে দেখা গেল, একজন দুধ বিক্রেতা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বানিয়ে ফেলেছেন ফর্মুলা ওয়ানের রেসিং কার।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি মাথায় হেলমেট পড়ে অদ্ভুত তিন চাকার একটি গাড়ি চালাচ্ছেন। সেই গাড়ির সামনে রয়েছে দুটি চাকা, পিছনেও রয়েছে একটি চাকা। সিটের পিছনে রাখা রয়েছে দুধের বড় বড় পাত্র। যার কারণে নেটিজেনদের মনে হয়েছে, তিনি দুধ ব্যবসায়ী। এই ভিডিওটি শেয়ার করা হয়েছে রোডস অফ মুম্বই নামক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই, এই ভিডিও দেখে ফেলেছেন ৮৫ হাজারেরও বেশি মানুষ।