দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াতে সর্বদাই তৎপর ভারত। এবার, দেশীয় প্রযুক্তিতে দেশকে মজবুত বানাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে একশোর বেশি আর্টিলারি কামান কেনার প্রস্তাব পেশ করা হল ভারতীয় সেনাবাহিনীর তরফে। আশা করা হয়েছে, পাকিস্তানি সীমান্তে সন্ত্রাসবাদী অনুপ্রবেশ ও পূর্ব লাদাখে চিনের সঙ্গে বিবাদ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে আর্টিলারি কামানগুলি।
ভারতীয় সেনাবাহিনী মোট ৩০৭টি এটিএজিএস হাউইটজার কেনার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এই ৩০৭টি অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম আর্টিলারি সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে তথা পাকিস্তান ও চিন সীমান্তে মোতায়েন করার জন্য কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সেনাবাহিনী প্রতিরক্ষা ক্ষেত্রে মূলত ‘মেক ইন ইন্ডিয়া’ -কে প্রচার করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, প্রস্তাবটির মূল্য প্রায় ১ বিলিয়ন ডলারেরও বেশি। প্রস্তাবটির অনুমোদনে যাতে দেরি না হয়, খুব শীঘ্রই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রস্তাবটি নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির কাছে পাঠানো হবে বলে দাবি করা হয়েছে।