২০১৯-এর লোকসভা ভোটে বিপুল ভোটে জিতে ফের একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি তথা এনডিএ। এনডিএ-র মোট আসন সংখ্যা ৩৫৪। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৩০৩টি আসন। আজ ৩০ মে, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী।
রাজনৈতিক বিশ্লেষকদের নানা চুলচেরা বিশ্লেষণে বিজেপি তথা এনডিএ-র এই বিপুল সাফল্যের কারণ হিসাবে সামনে এসেছে দেশের আর্থিক ভাবে অনগ্রসর মানুষের আস্থা বা ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি ও এনডিএ সবচেয়ে বেশি ভোট পেয়েছে গ্রামীন, মফস্বলের অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া এলাকাগুলি থেকে।
অর্থাৎ, ২০১৯-এর লোকসভা ভোটে গ্রামীন ভারতের বিপুল সংখ্যক ভোট জিততে সক্ষম হয়েছে মোদী সরকার। ক্ষমতায় ফিরে তাই গ্রামীন ভারতের বিপুল সংখ্যক দরিদ্র পরিবারে রান্নার গ্যাস পৌঁছে দিতে উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর উজ্জ্বল যোজনা প্রকল্পের আওতায় নতুন ৮ কোটি রান্নার গ্যাসের কানেকশন দেওয়ার লক্ষ্যে এগোচ্ছে সরকার। জানা গিয়েছে, দরিদ্র পরিবারগুলিতে ১৪.২ কেজির পরিবর্তে ৫ কেজির গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। দিল্লির বাসিন্দারা বর্তমানে ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডার ৭১২ টাকায় কেনেন এবং সেখানে তাঁরা ২১৫ টাকার ভর্তুকি পান।
জানা গিয়েছে, ৫ কেজির গ্যাস সিলিন্ডারের দাম পড়বে মোটামুটি ২৬০ টাকা আর এতে ৮০ টাকার সরকারী ভর্তুকিও পাওয়া যাবে। অর্থাৎ, ৫ কেজির গ্যাস সিলিন্ডারের দাম পড়বে মাত্র ১৮০ টাকা। শুধুমাত্র সুলভে রান্নার গ্যাসের কানেকশন দেওয়াই নয়, এই গ্যাস যাতে ভবিষ্যতেও দেশের দরিদ্র পরিবারগুলি অনায়াসে কিনতে পারেন তা নিশ্চিত করতে চাইছে সরকার।