দেহের মধ্যে মিউটেশনের ফলে ১০ গুণ বেশি শক্তিশালী হয়েছে করোনা ভাইরাস। এমনই তথ্য উঠে এল মালয়েশিয়ায়। যা নিয়ে নতুন করে আতঙ্ক শুরু হয়েছে দেশটিতে। ব্লুমবার্গের মতে, একটি রেস্টুরেন্টের ৪৫ জনের মধ্যে ৩ জনের মধ্যে ডি-৬১৪জি নামে করোনা ভাইরাসের রূপান্তর পাওয়া গিয়েছে। যা করোনা ভাইরাসের থেকেও অনেক বেশি মারাত্মক।
জানা গিয়েছে, ভারত থেকে আগত রেস্টুরেন্টের এক কর্মচারী ১৪ দিনের কোয়ারেন্টাইন না মেনেই কাজে যোগ দিয়েছিল। তাঁর থেকেই বাকিদের ভাইরাস ছড়ায় বলে জানা যাচ্ছে। এই অপরাধের জন্য ওই ভারতীয়কে ৫ মাসের কারাদণ্ডও দিয়েছে মালয়েশিয়া সরকার। আবার ফিলিপিন্স থেকে আসা কয়েকজনের মধ্যেও একই জিনিস লক্ষ্য করা গিয়েছে।
করোনাভাইরাসের এই মিউটেশন বা রূপান্তর নিয়ে নতুন করে চিন্তার কারণ হয়ে উঠেছে চিকিৎসকদের। কারণ, বর্তমানে করোনার চরিত্র ও লক্ষণ অনুসারে গবেষণা করে ভ্যাকসিন তৈরির কাজ করছেন বিজ্ঞানীরা। এবার যদি করোনা ভাইরাসের ক্ষমতার পরিবর্তন হয় তবে বর্তমান গবেষণা কার্যকরী নাও হতে পারে। এ প্রসঙ্গে মালয়েশিয়ার স্বাস্থ্যবিভাগের ডিরেক্টর জেনারেল নূর হিশাম আব্দুল্লা বলেন, “এই বিষয় থেকে এটা বলা যায় যে ভ্যাকসিন সম্পর্কিত গবেষণাটি কার্যকরী নাও হতে পারে। তাই নতুন করে আবার চিন্তাভাবনা প্রয়োজন।”
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, করোনা মিউটেশন বা রূপান্তরের ফলে অন্য কোনও শক্তিশালী রোগ হচ্ছে এর প্রমাণ পাওয়া যায়নি। অন্যদিকে একই কথা জানিয়েছে সেল প্রেসও। সেল প্রেসে প্রকাশিত একটি সমীক্ষায় বলা হয়েছে যে, মিউটেশনটি বর্তমানে গবেষণারত ভ্যাকসিনগুলির কার্যকারিতা প্রভাবিত করার সম্ভাবনা কম।