পাঞ্জাবের ২ কংগ্রেস বিধায়কের ছেলেকে অনৈতিকভাবে সরকারি চাকরি দেওয়া হয়েছে। ফলে দলীয় ক্ষোভের মুখে পড়ল কংগ্রেস বিধায়ক। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন দলের একাংশ। যদিও মুখ্যমন্ত্রীর দাবি, ওই দুই বিধায়কের পরিবারকে সম্মান জানিয়ে ক্ষতিপূরণ হিসেবে চাকরি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার পাঞ্জাব সরকারের তরফে বিধায়ক অর্জুন প্রতাপ সিং বাজওয়া ও ভীষ্ম পাণ্ডের ছেলেকে নাইব তহসিলদারে পুলিশ ইন্সপেকটর হিসাবে নিয়োগ করা হবে। ওই দুই বিধায়কের ছেলের পিতামহ জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন, তাই ক্ষতিপূরণ হিসেবে তাঁদের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেন পাঞ্জাব সরকার। এরপরই পাঞ্জাব কংগ্রেসের প্রধান সুনীল জাখর সহ আরও দুই বিধায়ক মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
অন্যদিকে, এই ঘটনায় মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা রবীন ঠুকরালের ভায়া বলেন, “দুই কংগ্রেস বিধায়কের ছেলেকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের কোনও প্রশ্নই ওঠে না। ওনাদের পরিবার যে আত্মত্যাগ করেছে, তার প্রতিদান ও ক্ষতিপূরপণ হিসাবেই এই সামান্য সাহায্যটুকু করা হয়েছে। এই সিদ্ধান্তেও যে কিছু মানুষ রাজনীতির রঙ লাগাচ্ছেন, তা অত্যন্ত দুঃখজনক।”
2021-06-21