বৃহস্পতিবারে চিনের বিদেশমন্ত্রী ওয়াং উই এসেছিলেন ভারত সফরে। তিনি এসে সাক্ষাৎ করলেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাৎ করার ইচ্ছা পূরণ হয়নি। ভারতের তরফে সরাসরি ‘না’ করে দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিষয়টি চর্চায়।
চীনা বিদেশমন্ত্রী ওয়াং উই ভারতের কাছে আবেদন করেছিলেন যে, তাঁকে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়। তাঁর আবেদন যায় সাউথ ব্লক পর্যন্তও। যদিও, চীনের বিদেশমন্ত্রীর এই আবেদন গৃহীত হয় ভারতের তরফে। এহেন, তিনি ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেই দেখা করেন। উল্লেখ্য, তিনি মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও সাক্ষাৎ করার সুযোগ পান, কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি ওয়াং-এর।
উল্লেখ্য, ঠিক এই সময়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত ছিলেন উত্তরপ্রদেশে। সম্প্রতি উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন আয়োজিত হয়েছিল। সেই নির্বাচনেই আবার জয়ী হয়ে উত্তরপ্রদেশে মসনদে বসে বিজেপি। এরপরেই আয়োজিত হয় যোগী আদিত্যনাথের শপথগ্রহণ অনুষ্ঠান। শুক্রবারে উত্তরপ্রদেশে সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন। ঠিক এই পরিস্থিতিতেই চিনের বিদেশমন্ত্রী ভারতে হাজির হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়ে ওঠেনি।
2022-03-27