সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন ভারতের বায়ুসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া (R. K. S. Vadoria)। পাকিস্তান (Pakistan) অধিকৃত কাশ্মীরের কোনও জঙ্গি ঘাঁটি এবং লঞ্চপ্যাড ধ্বংস করার পরিস্থিতি দেখা দিল বায়ুসেনা ২৪ ঘন্টা তৈরি বলে সোমবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। লাদাখে আকাশ সীমা লঙ্ঘন করে চিনা হেলিকপ্টার অনুপ্রবেশ সম্পর্কে বলতে গিয়ে বায়ু সেনা প্রধান জানিয়েছেন, বিষয়টি একেবারেই হাল্কাভাবে নেওয়া হচ্ছে না। এমন ঘটনা ঘটলে গোটা পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখা হয়। পুরোটা খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণ করা হয়। যখনই আকাশসীমা লঙ্ঘন করার চেষ্টা হয়েছে, তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বায়ুসেনা তরফে।উল্লেখ করা যেতে পারে, ৯ মে উত্তর সিকিমের নাকুলা সেক্টরে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে হাতাহাতি হয় তখন লাদাখে আকাশসীমা লঙ্ঘন করে ভারতে (India) ঢুকে পড়ে চিনা হেলিকপ্টার। তৎক্ষণাৎ বায়ুসেনার যুদ্ধবিমান হেলিকপ্টারটিকে ধাওয়া করে।পিছু হটতে বাধ্য হয় চীনা হেলিকপ্টারটি।হান্ডওয়ারা কাণ্ডের পর সীমান্তে পাকিস্তানি বায়ুসেনার অতিসক্রিয়তা সম্পর্কে বলতে গিয়ে বায়ু সেনা প্রধান বলেন, যখনই আমাদের দেশে কোন সন্ত্রাসবাদি হামলা হবে। তখনই পাকিস্তানিদের কপালে চিন্তা ও উৎকণ্ঠার ভাঁজ বাড়বে।আর সেটা হওয়া উচিত। এই চিন্তা থেকে নিজেদের মুক্ত করতে গেলে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করতে হবে পাকিস্তানকে।
2020-05-19