করোনা আতঙ্কে পশ্চিমবঙ্গ | ধীরে পড়লেও আস্তে আস্তে তার প্রভাব পড়ছে চারিপাশে | বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানের দরজা | কচিকাচাদের স্কুলেও জারি হচ্ছে নির্দেশিকা | অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে করোনার আক্রমণের কথা ভেবে | প্রভাব পড়েছে খেলার মাঠেও | পিছনে হয়েছে ডার্বি | তবে কবে করা হবে তা পরবর্তীকালে আইএফএ (IFA) জানাবে |
তবে বিসিসিআই (BCCI) প্রধান সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বিরুদ্ধে খানিক ক্ষোভ প্রকাশ করেন তিনি | ১৮ই মার্চ যে খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে বলে বিসিসিআই (BCCI) তরফে ঘোষণা করা হয়েছে | কিন্তু তা পশ্চিমবঙ্গ সরকারকে জানানো হয়নি | এমনকি কলকাতা পুলিশকেও এই বাতিলের খবর দেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী বলেন,যথেষ্ট সম্মান রেখেই আমি বলতে চাই যদি সৌরভ তার জায়গায় থাকতেন তবে কি করতেন?
রাজ্যের মুখ্য সচিব কেন জানবেন না সৌরভ তথা বিসিসিআইয়ের (BCCI) এই সিদ্ধান্ত? প্রসঙ্গত এদিনই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandyopadhyay) দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেন |