করোনায় মৃত সাংবাদিকদের জন্য ৫ কোটি ৫ লক্ষ টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।
শুক্রবার লোকসভায় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন,করোনা আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত ১০১ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। প্রতি পরিবারকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। তার জন্য মোদী সরকার মোট ৫ কোটি ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে।
তিনি আরও বলেন, প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র আবেদন অনুযায়ী জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিমের আওতায় প্রয়াত সাংবাদিকদের সাহায্য করা হবে।
প্রসঙ্গতঃ করোনা সংক্রমণের মধ্যেও একেবারে সামনের সারিতে কাজ করছেন সাংবাদিকরা। এর ফলে অনেক সাংবাদিকের মত্যু হয়েছে। বিশেষ করে মহারাষ্ট্রে একাধিক সাংবাদিকের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। অন্যান্য রাজ্যেও সেই সংখ্যা কম নয়।