এবারে কেন্দ্র কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ করল ১, ১০০ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবারের সাধারণ বাজেটে এই অর্থ বরাদ্দ করেছে। প্রসঙ্গত, কলকাতা মেট্রো সম্প্রসারণের কাজ বিগত বহুবছর ধরে আটকে রয়েছে। তবে এবারে কেন্দ্র বিগত দুটি অর্থবর্ষে কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ বাজেট ক্রমশ বাড়াচ্ছে।
২০২০-২১ এ কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ করা হয়েছিল ৮০০ কোটি টাকা। তার পরের অর্থবর্ষে অর্থাৎ ২০২১-২২ এ সেটি বেড়ে হয় ৯০০ কোটি টাকা। এবারে সেই বরাদ্দ এক লাফে বেড়ে দাঁড়ায় ১, ১০০ কোটি টাকা। তবে জোকা-বিবাদীবাগ মেট্রো রেলের কাজ বহু কারণের জন্য এখনও আটকে রয়েছে। তবে এই রুটের মধ্যে বেশ কিছু অংশে লাইন পাতার কাজ ও উড়ালপুল বানানো হয়ে গিয়েছে। আবার কিছু অংশের কাজ বাকি রয়েছে। সেই জন্য এখনও সেই অর্থে চালু করা হয়নি ইস্ট-ওয়েস্ট মেট্রো।
প্রসঙ্গত, দক্ষিনেশ্বর থেকে নোয়াপাড়া মেট্রো পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার ফলাফল ভালোই, বলে জানা গেছে। অন্যদিকে, শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু হতে পারে চলতি বছরের পয়লা বৈশাখে, এমনটাই খবর পাওয়া গিয়েছে কলকাতা মেট্রো মারফত।
2022-03-28