উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অরাইয়ায় দুর্ঘটনায় হতাহত পরিযায়ী শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করল কেন্দ্র । শনিবার রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয়েছে, অরাইয়ায় মৃত শ্রমিকদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। আহতদের প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এই টাকা বরাদ্দ হয়েছে জাতীয় ত্রাণ তহবিল থেকে।
উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অরাইয়ায় দু’টি লড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে আরও ২৪ জন পরিযায়ী শ্রমিকের। আহত হয়েছেন আরও ২২ জন। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহারের এই পরিযায়ীরা শ্রমিকরা লড়িতে করে রাজস্থান থেকে ফিরছিলেন। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ উত্তরপ্রদেশের অইরাইয়ায় তাঁদের লরিতে সরাসরি ধাক্কা মারে উল্টোদিক থেক তীব্র গতিতে ছুটে আসা একটি লরি। ঘটনায় শোক প্রকাশ করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্যুইটারে তিনি লেখেন, এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। সরকার উদ্ধারকাজ শুরু করেছে। দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের আরোগ্য কামনা করি।” এরপর রাতে প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ ।