রাজ্যে শিক্ষকদের প্রতিবাদ বারবার নজরে এলেও শিক্ষিকাদের বিষপান, একপ্রকার নজিরবিহীন। মঙ্গলবার বিকাশ ভবনের সাংবাদিকদের ক্যামেরার সামনেই বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেন ৫ শিক্ষিকা। এঁদের মধ্যে দু’ জন এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তবে তাঁদের এই বিক্ষোভ এবার পৌঁছেছে হাইকোর্ট পর্যন্ত। শিক্ষা দফতরের এসএসকে ডিরেক্টরের বিরুদ্ধে কাজের রীতি ভাঙার অভিযোগ তুলে মামলা করেছেন জোৎস্না টুডু, শিখা দাস, পুতুল জানা-মণ্ডলরা।
এসএসকে শিক্ষিকাদের আন্দোলন শুরু হয়েছিল স্থায়ীকরণের দাবিতে, এখন তা বদলি আটকানোতে পৌঁছেছে। শিক্ষিকাদের অভিযোগ, তাঁদের আন্দোলন আটকানোর জন্য বাড়ি থেকে কয়েকশো কিলোমিটার দূরে উত্তরবঙ্গে বদলি করা হচ্ছে। কোন আইনে এই বদলি করা হয়েছে? এই মামলায় সেটা জানতে চেয়েছেন শিক্ষিকারা। পাশাপাশি এসএসকে ডিরেক্টরের বিরুদ্ধে শিশু শিক্ষা কেন্দ্রের কাজের রীতি ভাঙারও অভিযোগ তোলা হয়েছে।
শিক্ষিকাদের বেতন মেরেকেটে ১০ হাজার। এবার সেই বেতনে যদি কয়েকশো কিলোমিটার দূরে বদলি হয়, তাহলে সংসার চলবে? প্রশ্ন আন্দোলনকারীদের। এই ঘটনায় এবার আদালতের দ্বারস্থ হয়েছেন ওই পাঁচ শিক্ষিকা-সহ বদলি হওয়া বাকি শিক্ষক-শিক্ষিকারা। জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতি অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলাটি দায়ের করা হয়েছে। আগামী সপ্তাহেই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে।
2021-08-26