সমস্ত প্রোটোকল মানার পর, ছেড়ে দেওয়া হয়েছে আটক চিনা সৈনিককে। মঙ্গলবার রাতে চুশূল-মোল্ডো মিটিং পয়েন্টে, চিনের হাতে তুলে দেওয়া হয়েছে আটক চিনা সৈনিক কর্পোরাল ওয়াং ইয়া লঙকে। গত সোমবার লাদাখের ডেমচকে ভারতীয় সেনার হাতে ধরা পড়ে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র কর্পোরাল ওয়াং ইয়া লঙ। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়। দিকভ্রষ্ট হয়ে তিনি ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন, নাকি চরবৃত্তির জন্য তা জানার চেষ্টা চালিয়েছে ভারতীয় সেনা।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রোটোকল মেনে, মঙ্গলবার রাতেই চিনের হাতে তুলে দেওয়া হয়েছে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র কর্পোরাল ওয়াং ইয়া লঙকে। প্রসঙ্গত, গত মে মাস থেকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত এবং চিনের মধ্যে একটা টানাপোড়েন চলছে। পরিস্থিতি সামলাতে দু’পক্ষই দফায় দফায় বৈঠক করেছে। কিন্তু, এখনও পর্যন্ত এর চূড়ান্ত সমাধানসূত্র মেলেনি।