কসাইয়ের ছাগলপ্রেমে কসাইয়ের লাভ; ছাগল দুটো কাঁঠালপাতা খেয়ে কসাইকে ভাই বানাতে চাইলে কসাইয়েরই লাভ

মুহাজির,এই শব্দটা প্রথম শুনি ২০০৭সালে কাশ্মীর বেড়াতে গিয়ে। গুলমার্গে একজন লোকাল ফলবিক্রেতা বুঝিয়েছিল যে মিথ্যা আশ্বাসে যারা পাকিস্তান যায় তার গিয়ে বুঝতে পারে কি ভয়ংকর ভুল করেছে। জঙ্গিকার্যকলাপে জুড়তে না পারলে সীমান্ত টপকে লাভ হতোনা। এখানে ভারতবিরোধী বিক্ষোভ-পাথর ছুঁড়েও রেশন পাওয়া যেত কিন্তু পাকিস্তানের মাটিতে জঙ্গি ছাড়া মুহাজিরদের কোনো কাজ তো ছিলইনা উল্টে সামাজিক বয়কটের মুখে পড়তে হতো।
।।।।।
বিগত কয়েকদিন তালিবান সংক্রান্ত খবরের পোর্টালগুলোয় গিয়ে দেখুন একদল বিশাল খুশি।
আরবের সারভেন্ট কোয়ার্টার হিসাবে খ্যাত বাংলাদেশে মুক্ত সমর্থন পাচ্ছে তালেবানরা।
ছাগুগুলো বোঝেই না জেনারেল ইয়াহিয়া খান তাদের সাথে যে আচরণ করেছে তালেবানরা তার থেকে একটু বেশি করবে😊
অবশ্য বাংলাদেশের যুদ্ধের পর যে লাখ লাখ ওয়ার চাইল্ড জন্মেছিল খান সেনার ধর্ষণের ফলে তারাই এখন বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ।
শুধুই কি বাংলাদেশী ছাগু ??
না কর্তা আপনি লিবেড়াল-সেকু সাজলেই তো আর সবাই বদলে যাবেনা। পোর্টালের তালিবান সমর্থক প্রোফাইলগুলোর একটা স্যাম্পল সার্ভে করুন দেখবেন নদীয়া,২৪ পরগনা,হাওড়া,হুগলী, মালদহ,মুর্শিদাবাদ,কোচবিহার,দিনাজপুর, মেদিনীপুর,পুরো পশ্চিমবঙ্গ থেকেই এরকম তালিবান সমর্থক পাবেন,বাংলার পোর্টালে বলে শুধু এখানকার লোকই পাচ্ছেন ন্যাশনাল পোর্টালগুলিতে পুরো ভারতজুড়ে তালিবান sympathisers পাবেন।
যেমন নীচের এক ব্যক্তি বীরভূমের বাসিন্দা যে আবার খিলাফতের শাসন দেখতে চাইছেন।

সুতরাং সাধু সাবধান কসাইয়ের ছাগলপ্রেমে কসাইয়ের লাভ😊 ছাগল দুটো কাঁঠালপাতা খেয়ে কসাইকে ভাই বানাতে চাইলে কসাইয়েরই লাভ😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.