ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল ৪০ বাংলাদেশী গো-পাচারকারী! আব্দুল নামের এক গরুচোরকে গুলি করলো BSF

বাংলাদেশী গো-পাচারকারীদের উৎপাত ক্রমশ বেড়েই চলেছে। শনিবার দক্ষিণ আসামের করিমগঞ্জে গো- পাচারকারী ও সীমান্ত সুরক্ষা বাহিনীর মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। ভারত-বাংলাদেশ সীমান্তে হওয়া এই লড়াইয়ে বিএসএফ এক বাংলাদেশি গরু পাচারকারীকে মেরে ফেলে। এসপি মনবেন্দ্র দেব রায় জানিয়েছেন, ৪০ টিরও বেশি বাংলাদেশী যখন ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন তখন এই সংঘর্ষ হয়। এনকাউন্টার চলাকালীন, বিএসএফ পাম্প-অ্যাকশন বন্দুক এবং প্যালেট ব্যবহার করেছিল।

মৃত এর পরিচয় পাওয়া গেছে যে সে সিলহটে অবস্থিত মৌলভীবাজারের বাসিন্দা এবং তার নাম হলো আব্দল রউফ। তবে পুলিশ জানিয়েছে যে পরিচয়টি বর্তমানে নিশ্চিত করা হয়নি। পশুপাচারকারী আব্দুলকে  বুকে গুলি করা হয়েছিল। বাংলাদেশী সীমান্তরক্ষী বাহিনী অপ্রাতিষ্ঠানিকভাবে মৃত্যের পরিচয় আসাম পুলিশকে জানিয়েছে। বিএসএফ, সংঘর্ষের আগে গোয়েন্দা তথ্য পেয়েছিল যে কিছু বাংলাদেশী গরু পাচারকারী ভারতে প্রবেশের চেষ্টা করতে পারে।

সীমানা বেড়ার অন্যদিকে বিএসএফ এর একটি দলকে আগে থেকেই মোতায়েন করা হয়েছিল।  লক্ষণীয় বিষয় হলো যে সীমানা বেড়া এবং আন্তর্জাতিক সীমান্তের মধ্যে 150 মিটার দূরত্ব রয়েছে। যখন প্রায় ৪০ জন বাংলাদেশী প্রাণী পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল তখন বিএসএফ তাদের আটকেছিল। এরপরে একটি চোরাকারবারি ধারালো অস্ত্র পশুপাচারকারীরা বিএসএফের দিকে ছুঁড়ে মেরেছিল। সংঘর্ষের পর যখন বিএসএফ তল্লাশি করতে এলাকায় পৌঁছায় তখন তারা এক মৃত চোরাচালনকারীকে দেখতে পায় আর তার দেহটি সীমানা থেকে প্রায় ২০ মিটার দূরে পাওয়া গেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.