অসম সরকার তদন্তের মাধ্যমে জানতে পারে যে PFI এর ৬ জন কর্মী বিগত তিন মাস ধরে অনুপ্রবেশকারীদের কাছ থেকে ২৮ লক্ষ টাকা সংগ্রহ করে, যার বিনিময়ে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা জবরদখল করা জমি উদ্ধার করতে দেবে না। যখন তারা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছিল তখনই তারা ভিড় জমায় ও সেই ভিড়কে আক্রমণ করতে উস্কানি দেয়

অসমের সরকারী হিসেব অনুযায়ী বাংলাদেশী অনুপ্রবেশকারীরা মোট ৪৯ লক্ষ বিঘা জমি জবরদখল করে রেখেছে, এর মোট পরিমাণ আমাদের গোয়া প্রদেশের দ্বিগুণ বা সিকিমের সমান। মোট জবরদখল করা জমির আয়তন ৬৬৫২ বর্গ কিলোমিটার। ২০১৭ সালে অসমের ভূমিরাজস্ব মন্ত্রী পল্লবলোচন দাস একথা জানিয়েছেন। এর মধ্যে মোট ৩১৭২ বর্গ কিলোমিটার জবরদখল করা জমি হচ্ছে বনভূমি। সব চাইতে বেশী জবরদখল হয়েছে বৈষ্ণব মঠগুলোতে, যাদের অসমীয়া ভাষায় বলা হয় সত্র। খোলাখুলি জবরদখল করা হয়েছে প্রাচীন মন্দিরগুলির জমি! দরং জেলায় যেখানে মুসলিম অনুপ্রবেশকারীরা পুলিশের ওপর হামলা করেছে, সেখানে সরকারী টিম মোট ৭০০০ বিঘা অর্থাৎ ৯ বর্গ কিলোমিটার জবরদখল জমি উদ্ধার করেছে। এর পর আরও ৪০০০ বিঘা জবরদখল করা জমি উদ্ধার করতে পুলিশ সক্ষম হয়েছে এবং তাও বিনা রক্তপাতে। আগের বিজেপি সরকারও কাজিরাঙা নেশনাল পার্ক মুসলিম অনুপ্রবেশকারীদের জবরদখল মুক্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু অভিযান চালাতে গিয়ে ১১ জন সুরক্ষাকর্মী আহত হন। ১০০০০ অনুপ্রবেশকারী লাঠি হাতে ইঁট পাথর ছুঁড়তে ছুঁড়তে চারিদিক থেকে পুলিশকে ঘিরে ধরে! সংঘর্ষে দুই জন মুসলিম অনুপ্রবেশকারী নিহত হয়। এই সংঘর্ষের পেছনে PFI (Popular Front of India) এর হাত আছে বলে সন্দেহ করা হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রশ্ন তুলেছেন যে ৬০টি পরিবারকে উচ্ছেদ করতে গিয়ে ১০০০০ লোক কোথা থেকে উপস্থিত হল। অসম সরকার সিপাঝার হিংসা সম্পর্কে তদন্ত করে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় এবং PFI কে নিষিদ্ধ করার সুপারিশ করে। অসম সরকার তদন্তের মাধ্যমে জানতে পারে যে PFI এর ৬ জন কর্মী বিগত তিন মাস ধরে অনুপ্রবেশকারীদের কাছ থেকে ২৮ লক্ষ টাকা সংগ্রহ করে, যার বিনিময়ে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা জবরদখল করা জমি উদ্ধার করতে দেবে না। যখন তারা প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছিল তখনই তারা ভিড় জমায় ও সেই ভিড়কে আক্রমণ করতে উস্কানি দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.